নার্সিং ট্রেনিং স্কুলের আড়ালে নীল ছবি (Blue film) তৈরি। মালদার সুভাষ পল্লী এলাকার একটি ট্রেনিং স্কুলে চলছিল এমনটা। গোপন সূত্রে খবর যায় পুলিশের কাছে। সোমবার সেখানেই হানা দেয় পুলিশ। হাতেনাতে গ্রেফতার হয় দুই মহিলা। এছাড়াও পলাতক আরও দুই যুবক। ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।