প্রতিনিয়ত বাড়ছে পরিবেশ দূষণ। এই পরিবেশ দূষণই বিশ্ব উষ্ণানের কারণ হয়েও দাঁড়িয়েছে। দূষণমুক্ত পরিবেশ গড়তে প্রতিবছর ৫ জুন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয়। মানুষকে পরিবেশ সচেতন করে তুলতেই এই দিনটি পালিত হয়। অতিমারির মধ্যে পরিবেশ সচেতনতার গুরুত্ব বেড়েছে। বিশ্ব পরিবেশ দিবসে সেই বার্তা দিতে পথে নামছেন অনেকেই। ব্যতিক্রমী হলেন না রায়গঞ্জ পুরসভা-র চেয়ারম্যান সন্দীপ বিশ্বাসও। এদিন সহকর্মীদের সঙ্গে মিলে স্থানীয় এলাকায় বৃক্ষরোপণ করেন। পাশাপাশি পথ চলতি মানুষদের গাছের চারা বিতরণ করা হয়।