শিক্ষক নিয়োগ নিয়ে হুমকি, রহস্যময় ব্যক্তির ভিডিও -র সিডি মিলল উত্তরদিনাজপুর জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সামনে

শিক্ষক নিয়োগ নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হুমকি। ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া নিয়ে প্রত্যাশিত বার্তা না দিলে তেরো হাজার সাতশ বাহান্ন প্রার্থীকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে। একটি ভিডিও-তে এই শাসানি দেওয়া হয়েছে। শনিবার সকালে একটি সিডি দপ্তরের বারান্দার পড়ে থাকতে দেখেন উত্তরদিনাজপুর জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কর্তারা। সেই সিডি-র পাশে একটি ছোট্ট চিরকূটও ছিল। এই চিরকূটে লেখা ছিল- ভিডিওটি প্রতিটি চ্যানেল বা সব সংবাদমাধ্যমে অবিলম্বে প্রকাশ না করা হলে খুনের রক্তলীলা খেলা হবে। নিজেকে হিজবুল মুজাহিদিনের বেঙ্গল এরিয়ার কম্যান্ডার বলে দাবি করে একটি ভিডিও-তে এই শাসানি দেওয়া হয়। সিডি এবং তার সঙ্গে পাওয়া চিরকূট থানায় .জমা করেন উত্তর দিনাজপুর জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা। খবরটা পুলিশ সুপারের কানেও পৌঁছয়। পুলিশ আপাতত এই ভিডিও নিয়ে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে ভিডিওটি হিজবুলের নাম নিয়ে স্থানীয় কেউ করেছে। এখন পর্যন্ত এই ভিডিও-র কোনও সত্যতা সামনে আসেনি। অনুমান, শিক্ষক নিয়োগের টালবাহানা নিয়ে ক্ষিপ্ত কোও প্রার্থী এমনটা করেছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। 
 

শিক্ষক নিয়োগ নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হুমকি। ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া নিয়ে প্রত্যাশিত বার্তা না দিলে তেরো হাজার সাতশ বাহান্ন প্রার্থীকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে। একটি ভিডিও-তে এই শাসানি দেওয়া হয়েছে। শনিবার সকালে একটি সিডি দপ্তরের বারান্দার পড়ে থাকতে দেখেন উত্তরদিনাজপুর জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কর্তারা। সেই সিডি-র পাশে একটি ছোট্ট চিরকূটও ছিল। এই চিরকূটে লেখা ছিল- ভিডিওটি প্রতিটি চ্যানেল বা সব সংবাদমাধ্যমে অবিলম্বে প্রকাশ না করা হলে খুনের রক্তলীলা খেলা হবে। নিজেকে হিজবুল মুজাহিদিনের বেঙ্গল এরিয়ার কম্যান্ডার বলে দাবি করে একটি ভিডিও-তে এই শাসানি দেওয়া হয়। সিডি এবং তার সঙ্গে পাওয়া চিরকূট থানায় .জমা করেন উত্তর দিনাজপুর জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা। খবরটা পুলিশ সুপারের কানেও পৌঁছয়। পুলিশ আপাতত এই ভিডিও নিয়ে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে ভিডিওটি হিজবুলের নাম নিয়ে স্থানীয় কেউ করেছে। এখন পর্যন্ত এই ভিডিও-র কোনও সত্যতা সামনে আসেনি। অনুমান, শিক্ষক নিয়োগের টালবাহানা নিয়ে ক্ষিপ্ত কোও প্রার্থী এমনটা করেছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। 
 

03:33‘মানুষের সুবিধার জন্য যা করার করবো’ বলাগড়ের জনগণকে আশ্বাস সাংসদ রচনা ব্যানার্জির04:48Saif Ali Khan Latest News: নিজের বাড়িতেই আক্রান্ত সইফ! কেমন আছেন বলিউড অভিনেতা?07:01স্যালাইন কাণ্ডে ডাক্তারদের দায়ী করলেন মমতা, 'মমতাই আসল দোষী' পাল্টা শুভেন্দুর02:39Suvendu Adhikari : ঘটনাটা কি? মমতার কাছে বিশেষ অনুরোধ শুভেন্দুর, দেখুন05:53‘মমতার ক্ষমতা থাকলে নিজের বাড়ির লোকদের জেলা হাসপাতালে পাঠান’ বিস্ফোরক সুকান্ত মজুমদার08:22Awas Yojana : বাংলার বাড়ির কিস্তির টাকা পেতে ১০০০ টাকা 'কাটমানি' নিচ্ছে তৃণমূলের পঞ্চায়েত! দেখুন08:32'লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কী হবে যদি লক্ষ্মীকে কেঁড়ে নেন বিষাক্ত স্যালাইন দিয়ে' মমতাকে আক্রমণ শুভেন্দুর04:17স্যালাইন কাণ্ডে ডাক্তারদের সরাসরি দোষারোপ মমতার! দেখুন কী বললেন মুখ্যমন্ত্রী07:34'এই বাচ্চার দায়িত্ব আমার', স্যালাইন কাণ্ডে মৃত মহিলার বাড়িতে গিয়ে বললেন শুভেন্দু03:42একা পেয়ে এ কী করলো প্রৌঢ় প্রতিবেশী! দেখলে আঁতকে উঠবেন আপনিও, চাঞ্চল্য হুগলিতে