বৃহস্পতিবার থেকে পশ্চিমি ঝঞ্জার প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। এদিন রাত থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা পুরুলিয়া ,বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রামে ,পশ্চিম মেদিনীপুরএ মাঝারি বৃষ্টি শুরু হবে। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার থেকে পশ্চিমি ঝঞ্জার প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। এদিন রাত থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা পুরুলিয়া ,বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রামে ,পশ্চিম মেদিনীপুরএ মাঝারি বৃষ্টি শুরু হবে। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। রাজস্থান থেকে ঝারখণ্ড পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে ,এর ফলে দক্ষিণবঙ্গে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। তার জন্যই এই বৃষ্টির পরিস্থিতি। উত্তরবঙ্গেও শুক্রবার বৃষ্টি হবে, তবে চার তারিখে তুলনামূলক বৃষ্টির পরিমাণ বাড়বে ।দার্জিলং ও সিকিমে ৩ এবং ৪ জানুয়ারি নতুন করে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ৫ তারিখ থেকে আবার আকাশ পরিষ্কার হয়ে রাজ্যে তাপমাত্রা কমার সম্ভাবনা। আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার বৃষ্টি থেমে গেলে ও মেঘ কেটে গেলে নতুন করে ঠাণ্ডা পড়বে রাজ্য।