রাজস্থানের পুরহিত হত্যার প্রতিবাদে এবার রাস্তায় নামলেন পশ্চিমবঙ্গের পুরোহিতরা। মঙ্গলবার বসিহাট মহাকুমার হাড়োয়া ব্লক এর গোপালপুরে গ্রামে প্রায় শতাধিক পুরোহিত মিছিল করে এসে তৃণমূলে যোগদান করলেন। একদিকে রাজস্থানে পুরোহিতকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। অন্যদিকে বাংলায় মুখ্যমন্ত্রী পুরোহিতদের পাশে এসে দাঁড়িয়েছেন। তাদের সাম্মানিত করতে সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট গঠন করেছেন। পুরোহিতদের ভাতা, বাংলা আবাস যোজনার ঘরও ঘোষণা করেছেন তিনি। এভাবে রাজ্যের প্রশাসনকে পাশে পেয়ে পুরহিতরা কৃতজ্ঞ। আর সেই কৃতজ্ঞতা জানাতেই তাদের এই পদক্ষেপ। পুরোহিত দেবাশীষ চক্রবর্তী জানান সামনে দুর্গা পুজো প্রচুর ব্রাহ্মণ আছে তারা সংস্কৃত ভাষার উপর এতটা দক্ষ নয়। ব্রাহ্মণবাজার সংস্কৃত ভাষার উপরে জ্ঞান অর্জন করতে পারে তার জন্য টোল এর ব্যবস্থা করলে ভালো হয়। তার পাশাপাশি তাদের ছেলেমেয়েদের জন্য সংস্কৃত ভাষার উপর কোন আলাদা প্রশিক্ষণ কেন্দ্র করারও আবেদন জানিয়েছেন তাঁরা। আজকাল এই পেশা থেকে অনেকেই অন্য পেশায় চলে যাচ্ছেন। সেখানে এই পদক্ষেপ এক নতুন আশার আলো দেখাচ্ছে বলে তাদের মত। এদিন বিধায়ক হাজী সেখ নজরুল ইসলাম বলেন, সামনে দূর্গা পূজা তাই পুরহিতদের হাতে নতুন বস্ত্র নামাবলি তুলে দেওয়া হয়েছে। তিনি এও জানিয়েছেন 'অনেক ব্রাহ্মণই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং তাঁরা দলে যোগদান করছেন যাতে তাদের যোগ্য সম্মান পায়'। আর সেই সম্মান তারা পাচ্ছেন বলেও তাঁর মত। তিনি এও জানিয়েছেন একদিকে মুসলিম সমাজে ইমাম ভাতা, অন্যদিকে ব্রাহ্মণদের ভাতা দিচ্ছেন মুখ্যমন্ত্রী, এটাই সম্প্রীতির বাংলা। এখানে সব সম্প্রদায় মানুষকে যোগ্য সম্মান দেয়া হয়।
Oct 09 2024, 10:47 AM IST
Oct 03 2024, 12:10 PM IST
Oct 02 2024, 06:28 PM IST
Oct 01 2024, 12:13 AM IST
Sep 30 2024, 10:26 AM IST
Sep 29 2024, 12:20 PM IST
Sep 28 2024, 11:52 AM IST
Sep 25 2024, 10:35 AM IST
Oct 18 2023, 03:29 PM IST
Oct 15 2023, 05:24 PM IST
Jun 26 2023, 04:53 PM IST
Jun 22 2023, 11:13 PM IST
Jun 15 2023, 11:51 AM IST
Aug 01 2024, 10:39 AM IST
Jul 31 2024, 10:43 AM IST
Jul 30 2024, 10:34 AM IST
Jul 22 2024, 10:19 AM IST