সিবিআই দফতরে হাজিরা দিয়ে বেরিয়ে গেলেন আইপিএস অফিসার রাজীব কুমার। সিবিআই দফতরে চার ঘণ্টারও বেশি সময় কাটানোর পরে অবশেষে বেরিয়ে যান কলকাতার প্রাক্তন নগরপাল। যদিও রাজীবকে ফের হাজিরা দিতে বলা হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। সিবিআই দফতর ছেড়ে বেরনোর পরে রাজীব কুমার নিজেও কোনও মন্তব্য করেননি।
বৃহস্পতিবারই হাজিরা দেওয়ার জন্য ফের রাজীবকে নোটিশ পাঠায় সিবিআই। সেই অনুযায়ী এ দিন সিজিও কমপ্লেক্সে এসে সিবিআই গোয়েন্দাদের জেরার মুখোমুখি হন রাজীব কুমার। তবে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, আগামী ১০ জুলাই পর্যন্ত রাজীবকে গ্রেফতার করা যাবে না।