মন্ত্রীত্ব থেকে ইস্তফা দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি ইস্তফা পত্র জমা করেন। রাজভবন থেকে বেরিয়ে আবেগঘন হয়ে চোখের জল মুছতেও দেখা যায় তাঁকে। সেই সঙ্গেই ক্ষোভ প্রকাশও করেন দলের প্রতি। এবার সেই রাজীব দিলেন নয়া ইঙ্গিত। এই নিয়েই এখন উঠেছে প্রশ্ন। তিনি বলেছেন, 'শেখার কোনো বয়স হয় না'। তৃণমূলের নেতাদের কটাক্ষ করেই কি এই মন্তব্য। এই নিয়েই শুরু হয়েছে নয়া জল্পনা। সেই সঙ্গেই তিনি বলেন অনেকের থেকেই অনেক কিছু শেখা যায়। যারা কম বয়সি তারাও অনেক কিছু শেখায়। তাঁকে যে নবীন বলে শাসক দলের তরফে আক্রমণ করে হচ্ছে। তারই জবাব আজকে তিনি দিলেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।