'জয় জয় নন্দীগ্রাম, লড়াইয়ের মঞ্চে দেখা হবে, রাজনীতির মঞ্চে দেখা হবে' বললেন শুভেন্দু অধিকারী। ৩১ অক্টোবর নন্দীগ্রামে বিজয়া সম্মিলনী করেন শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি নন্দীগ্রামে সমাবেশের ডাক দিয়েছিলেন। সেই মতই ১০ নভেম্বর তাঁর সমাবেশ অনুষ্ঠিত হল সেখানে। একাধিক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তিনি সেই সভায় দাঁড়িয়ে। তিনি বললেন, 'ভয় পায় না শুভেন্দু অধিকারী, চলার পথে কোথায় খানাখন্দে ভর্তি, কোন গর্তে হোঁচট খাচ্ছি বলব রাজনৈতিক প্ল্যাটফর্মে'। নন্দীগ্রামের মঞ্চ থেকে একের পর এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন শুভেন্দু অধিকারীর। অনুগামীদের উল্লাসের মাঝেই এ যেন এক অন্য শুভেন্দু অধিকারীর রূপ দেখলেন সকলেই।