শনিবার সন্ধ্যায় মালব্লকের পশ্চিম ডামডিম এলাকার খাগরা বস্তির একটি ফাঁকা মাঠ থেকে বেশ কিছু শকুন উদ্ধার হয়। শকুন গুলির মধ্যে ১৫টি ছিল মৃত এবং ২৫টি অসুস্থ। হিমালয়ান গ্রিফন প্রজাতির শকুন উদ্ধার করল মালস্কোয়াড ও তারঘেরা রেঞ্জের বনকর্মিরা। ২৫টি অসুস্থ শকুনকে লাটাগুড়ি এনআইসি -তে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।