রায়গঞ্জ থেকে উদ্ধার হল তিনটি লাল মাথা টিয়া। তিনটি টিয়ার মধ্যে একটি টিয়া মৃত অবস্থায় উদ্ধার হয়। সঞ্জয় দেব শর্মা শিলিগুড়ি মোড়ের একটি টায়ার মেকানিকের দোকানে কাজ করেন। তাঁর কাছ থেকেই টিয়া গুলি মেলে। উত্তরদিনাজপুর পিপল অফ অ্যানিমেলস -এর সম্পাদক গৌতম তান্তিয়া এবং সংস্থার আর এক সদস্য নিবারণ দেবনাথ গিয়ে টিয়া পাখি গুলিকে উদ্ধার করে। ১০০০ টাকার বিনিময়ে সঞ্জয় টিয়া পাখি গুলি কিনেছেন বলে জানান। মালদহ -র এক ব্যক্তির কাছ থেকে তিনি পাখি গুলি কেনেন। সূত্রের খবর ওই ব্যক্তি এখনও অধরা। পরে ওই পাখি দুটিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়।
রায়গঞ্জ থেকে উদ্ধার হল তিনটি লাল মাথা টিয়া। তিনটি টিয়ার মধ্যে একটি টিয়া মৃত অবস্থায় উদ্ধার হয়। সঞ্জয় দেব শর্মা শিলিগুড়ি মোড়ের একটি টায়ার মেকানিকের দোকানে কাজ করেন। তাঁর কাছ থেকেই টিয়া গুলি মেলে। উত্তরদিনাজপুর পিপল অফ অ্যানিমেলস -এর সম্পাদক গৌতম তান্তিয়া এবং সংস্থার আর এক সদস্য নিবারণ দেবনাথ গিয়ে টিয়া পাখি গুলিকে উদ্ধার করে। ১০০০ টাকার বিনিময়ে সঞ্জয় টিয়া পাখি গুলি কিনেছেন বলে জানান। মালদহ -র এক ব্যক্তির কাছ থেকে তিনি পাখি গুলি কেনেন। সূত্রের খবর ওই ব্যক্তি এখনও অধরা। পরে ওই পাখি দুটিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়।