এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে দেখতে যাচ্ছেন তৃণমূল নেতৃত্বরা। দিদিকে দেখতে গিয়েছিলেন মিমি চক্রবর্তী। বেরিয়ে এসে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। বললেন দিদির জন্যই সব। তাঁর দ্রুত সুস্থতাও কামনা করলেন তিনি। রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ এই হামলার প্রতিবাদ। এবার প্রতিবাদে রাস্তায় নামলেন মদন মিত্র। বেলঘোড়িয়া থানা ঘেরাও করতে চলেছেন তাঁরা। এমনটাই তিনি জানান। নেতৃত্বকে নিয়ে বিরোধী দলের মন্তব্যের কড়া জবাব। জবাব দিলেন রন্তা চট্টোপাধ্যায়। জানালেন, মানুষে ভালোবাসে দিদিকে। নন্দীগ্রামেই দেখা গিয়েছে সেই ছবি। দিদির জন্য রাস্তায় ঢল নেমেছিল জনতার। দিদির জয় নিশ্চিত, জানালেন রত্না।