হাসখালির পর নামখানায় বধূকে গণধর্ষণ। গণধর্ষণের অভিযোগ ভাসুর-সহ তিন জনের বিরুদ্ধে। বধূকে পুড়িয়ে মারারও চেষ্টা করা হয় বলে অভিযোগ।
হাসখালির পর নামখানায় বধূকে গণধর্ষণ। গণধর্ষণের অভিযোগ ভাসুর-সহ তিন জনের বিরুদ্ধে। ধর্ষণের পর বধূকে পুড়িয়ে মারারও চেষ্টা করা হয় বলে অভিযোগ। নামখানা থানার পাতিবুনিয়া ২ ঘেরি এলাকায় ঘটনাটি ঘটে। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার হয়েছেন মূল অভিযুক্ত। এই ঘটনা নিয়ে সরব হয়েছেন মহিলা মোর্চার সভাপতি তনুজা চক্রবর্তী। 'এই ঘটনা এখন নিত্যদিনের হয়ে গিয়েছে'। হাসখালির ঘটনার সঙ্গে এই ঘটনার মিল রয়েছে বলেই জানালেন মহিলা মোর্চার সভাপতি তনুজা চক্রবর্তী। 'ধর্ষণের পর প্রমাণ লোপাটের জন্য তাঁকে খুনের চেষ্টা।' এই ঘটনায় গুরুতর আহত মহিলা। মহিলা গুরুতর আহত অবস্থায় নামখানা হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার তাঁর সঙ্গে দেখাও করেন মহিলা মোর্চার সভাপতি তনুজা চক্রবর্তী। দেখা করে বেরিয়ে তিনি জানান। মহিলার গায়ে ফোসকা রয়েছে। মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে তাঁকে বিঁধতেও ছাড়েননি তিনি। মুখ্যমন্ত্রীর মন্তব্যের তীব্র নিন্দা করতে শোনা গিয়েছে তাঁকে।