সমতলের সাথে পাহাড়েও হচ্ছে বৃষ্টিপাত , এর ফলে তিস্তা এবং জলঢাকা নদীর জলস্তর বাড়ছে |
জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের তাপমাত্রা ওঠা নামা করছে | এর ফলে প্রায় প্রতিদিনই হচ্ছে বৃষ্টি | গতদিন জলপাইগুড়িতে বৃষ্টিপাতের পরিমান ২২.২০ মিলিমিটার | সমতলের সাথে পাহাড়েও হচ্ছে বৃষ্টিপাত | উত্তরবঙ্গ বন্যা নিয়ন্ত্রণ অফিস সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, এর ফলে তিস্তা এবং জলঢাকা নদীর জলস্তর বাড়ছে | পার্শ্ববর্তী এলাকায় হলুদ সংকেত জারি হয়েছে |