রাস্তা সারাই ও জল নিকাশির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন দক্ষিণ ২৪ পরগণার রাজপুর সোনারপুর পুরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। সোনারপুর কামালগাজী রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। অবরোধ তুলতে গিয়ে নরেন্দ্রপুর থানার পুলিশের সাথে বচসা বাঁধে অবরোধকারীদের। অভিযোগ,পুলিশকে লক্ষ্য করে পাথরও ছোড়েন বিক্ষোভকারীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে।