কুলতলিতে অবশেষে খাঁচাবন্দি রয়্যাল বেঙ্গল টাইগার। মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনার কুলতলির মৈপীঠ কোস্টাল থানার ভুবনেশ্বরী গ্রামে ছড়ায় বাঘের আতঙ্ক। সেখানে বাঘের পায়ের ছাপ দেখে ছড়ায় আতঙ্ক।
কুলতলিতে অবশেষে খাঁচাবন্দি রয়্যাল বেঙ্গল টাইগার। মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনার কুলতলির মৈপীঠ কোস্টাল থানার ভুবনেশ্বরী গ্রামে ছড়ায় বাঘের আতঙ্ক। সেখানে বাঘের পায়ের ছাপ দেখে ছড়ায় আতঙ্ক। মঙ্গলবার সকালে এলাকার মানুষ গ্রামে বাঘের পায়ের ছাপ দেখতে পান, এতেই আতঙ্ক ছড়ায়। মৈপীঠ কোস্টাল থানার পুলিশকে খবর দিলে ওসি মধুসূদন পালের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী সেখানে পৌঁছয়। গ্রামে বাঘের উপস্থিতি নিশ্চিত হতেই এ বিষয়ে বন দফতরকে খবর দেয় পুলিশ। পরে স্থানীয় নলগড়া বীট অফিস ও আশপাশের রেঞ্জ অফিস থেকে বনকর্মীরা বাঘের খোঁজে তল্লাশি শুরু করেন। শেষ পর্যন্ত স্থানীয় একটি ধান খেতে বাঘের খোঁজ মেলে। এরপরেই ধান ক্ষেতটিকে নাইলনের জাল দিয়ে ঘিরে ফেলা হয়। বাঘটিকে ধরতে ঘুম পাড়ানি গুলি করা হবে বলে প্রাথমিক ভাবে ঠিক হলেও বন দফতরের আধিকারিকরা শেষ পর্যন্ত খাঁচা পেতে বাঘ ধরার সিদ্ধান্ত নেন। সেই মোতাবেক ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতা হয় বাঘটিকে ধরার জন্য। দীর্ঘ প্রতীক্ষার পর মঙ্গলবার রাত সাড়ে নটা নাগাদ খাঁচায় ধরা পড়ে বাঘটি।