অশালীন বা দৃষ্টিকটূ পোষাক পরে পুরসভার কার্যালয়ে প্রবেশ করা যাবে না। এমনই ফতোয়া জারি হল রাজপুর-সোনারপুর পুরসভায়। পুরসভার প্রবেশ দ্বারে এমনই পোষ্টার দেখা গেল। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। এমনকি শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। হ্যাফপ্যান্ট পরে গেলে তাঁদের গেট থেকেই ফিরতে হচ্ছে। ফেরত পাটাচ্ছেন গেটের দায়িত্বে থাকা রক্ষীরা। অনেকেই এই বিষয়টিকে সমর্থন করছেন। অনেকের মতে এর মধ্যে তালিবানি শাসনের চেষ্টা চালছে।