মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হল। করোনা পরিস্থিতির মাঝেই প্রকাশিত হল ২০২১ উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। করোনা আবহে ২০২১ সালে বাতিল হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। তাই মূল্যায়নের ভিত্তিতে বৃহস্পতিবার ফল প্রকাশ করছে উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদ। এই বছর সর্বোচ্চ নম্বর ৪৯৯ একক প্রথম হয়েছেন রুমানা সুলতানা। কান্দি থানার শিবরামবাটি এলাকার বাসিন্দা রুমানা। উচ্চমাধ্যমিকে সে ৫০০ -র মধ্যে ৪৯৯ পেয়েছে। পড়ার পাশাপাশি কবিতা লেখার শখ রয়েছে রুমানা -র। ক্যামেরার মুখোমুখি হয়ে এমনটাই জানালেন রুমানা
মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হল। করোনা পরিস্থিতির মাঝেই প্রকাশিত হল ২০২১ উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। করোনা আবহে ২০২১ সালে বাতিল হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। তাই মূল্যায়নের ভিত্তিতে বৃহস্পতিবার ফল প্রকাশ করছে উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদ। এই বছর সর্বোচ্চ নম্বর ৪৯৯ একক প্রথম হয়েছেন রুমানা সুলতানা। কান্দি থানার শিবরামবাটি এলাকার বাসিন্দা রুমানা। উচ্চমাধ্যমিকে সে ৫০০ -র মধ্যে ৪৯৯ পেয়েছে। পড়ার পাশাপাশি কবিতা লেখার শখ রয়েছে রুমানা -র। ক্যামেরার মুখোমুখি হয়ে এমনটাই জানালেন রুমানা।