রূপঙ্করের বিরুদ্ধে গান চুরির অভিযোগ! থানায় অভিযোগ দায়ের ইউটিউবারের। কম্পোজার পার্থ বন্দ্যোপাধ্যায়ের নামেও অভিযোগ দায়ের। অভিযোগ দায়ের করলেন YouTuber মনোরমা ঘোষাল। ৬ মাস আগে মনোরমা গানটি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত করেন। কম্পোজার পার্থ বন্দ্যোপাধ্যায়ের থেকে গানটি কেনেন মনোরমা । তাকে গানটি ইউটিউব থেকে সরিয়ে নিতে বলেন পার্থ বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, মনোরমার অনুমতি ছাড়াই রুপঙ্কর এই গানটি প্রকাশ করেন। এরপরই নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেন মনোরমা। তদন্ত শুরু করেছে নিউটাউন থানার পুলিশ।
রূপঙ্করের বিরুদ্ধে গান চুরির অভিযোগ! থানায় অভিযোগ দায়ের ইউটিউবারের। কম্পোজার পার্থ বন্দ্যোপাধ্যায়ের নামেও অভিযোগ দায়ের। অভিযোগ দায়ের করলেন YouTuber মনোরমা ঘোষাল। ৬ মাস আগে মনোরমা গানটি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত করেন। কম্পোজার পার্থ বন্দ্যোপাধ্যায়ের থেকে গানটি কেনেন মনোরমা । তাকে গানটি ইউটিউব থেকে সরিয়ে নিতে বলেন পার্থ বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, মনোরমার অনুমতি ছাড়াই রুপঙ্কর এই গানটি প্রকাশ করেন। এরপরই নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেন মনোরমা। তদন্ত শুরু করেছে নিউটাউন থানার পুলিশ।