বিজেপি-তে যোগদানের দিনও সরাসরি তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই বিঁধলেন বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। একই সঙ্গে তাঁর দাবি, রাজ্য বিদ্যুৎ সংস্থার কর্মীদের বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য সওয়াল করা এবং প্রশাসনিক বৈঠকে জলাজমি ভরাট মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানানোর জন্যই তাঁর সঙ্গে দলের দূরত্ব তৈরি হয়েছে। সব্যসাচীর অভিযোগ, জলাজমি ভরাট নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানোর পরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। কটাক্ষের সুরে সব্যসাচী বলেন, 'মুখ্যমন্ত্রীর মুখের কথাই সার। অন্য কোনও অলৌকিক হাত থাকার জন্যই হয়তো মুখ্যমন্ত্রী মানসিকভাবে চেয়েও শারীরিকভাবে জলাজমি ভরাটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেননি।'
গত জুলাই মাসে বিদ্যুৎ কর্মীদের আন্দোলনে যোগ দিয়েছিলেন সব্যসাচী। কিন্তু তৃণমূলের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছিল লোকসভা নির্বাচনের আগে থেকেই। তাঁর সঙ্গে বিজেপি নেতা মুকুল রায়ের ঘনিষ্ঠতাকে ভাল ভাবে নেয়নি দল। এর পরেও সব্যসাচী প্রকাশ্যে দলকে অস্বস্তিতে ফেলে নানা মন্তব্য করতে থাকেন। মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজেপি সভাপতি অমিত শাহের উপস্থিতিতে নতুন দলে যোগ দেওয়ার কথা সব্যসাচী দত্তের। তাঁর সঙ্গেই বিজেপি-তে যোগ দেবেন বিধাননগরের আরও দুই কাউন্সিলর।