'ভিক্ষাবৃত্তি করতে দিল্লিতে গিয়ে দুয়ারে দুয়ারে ঘুরছেন কেউ যদি ডেকে একটু কথা বলেন' মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় কটাক্ষ সায়ন্তন বসু -র। সেই সঙ্গেই তিনি বলেন, 'এতে রাজ্যের মান সন্মানের সর্বনাশ করছেন। মুখ্যমন্ত্রীর উচিত রাজনৈতিক টুরিজম না করে এমনি টুরিজম করা।' বুধবার রায়গঞ্জ বোগ্রামে স্পিনিং মিলের সামনে চায়ে পে চর্চায় যোগ দিয়ে এমনই নানান মন্তব্য করতে শোনা গেল তাঁকে।
'ভিক্ষাবৃত্তি করতে দিল্লিতে গিয়ে দুয়ারে দুয়ারে ঘুরছেন কেউ যদি ডেকে একটু কথা বলেন' মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় কটাক্ষ সায়ন্তন বসু -র। সেই সঙ্গেই তিনি বলেন, 'এতে রাজ্যের মান সন্মানের সর্বনাশ করছেন। মুখ্যমন্ত্রীর উচিত রাজনৈতিক টুরিজম না করে এমনি টুরিজম করা।' বুধবার রায়গঞ্জ বোগ্রামে স্পিনিং মিলের সামনে চায়ে পে চর্চায় যোগ দিয়ে এমনই নানান মন্তব্য করতে শোনা গেল তাঁকে।