পুলিশের গুলিতে আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাদের সহপাঠী। তাই বুকে কালো ব্যাজ পরে পুলিশের শাস্তি চেয়ে স্কুলের মধ্যেই বিক্ষোভ দেখাল বাঁকুড়ার পাত্রসায়র কৃষ্ণনগর হাইস্কুলের ছাত্রছাত্রীরা। ক্লাস বয়কট করে তাদের দাবি, স্কুলে অষ্টম শ্রেণির ছাত্র সৌমেন বাউরিকে গুলি করার অভিযোগে দোষী পুলিশকর্মীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তাঁদের অভিযোগের তির ছিল পাত্রসায়র থানার ওসি-র দিকেই। স্কুলের ছাত্র, ছাত্রীদের সাফ কথা, যতক্ষণ না সৌমেন সুস্থ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত স্কুল খুলবে না।
গত শনিবার পাত্রসায়রে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ হয় নিরীহ ওই স্কুল ছাত্র। সৌমেনের দাদার গায়ে গুলি লাগায় তাকে বাঁচাতে বাড়ির বাইরে আসে সে। তখন তার গায়েও গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় বাঁকুড়া মেডিক্যাল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সৌমেন। এই অবস্থায় এ দিন ক্ষোভ উগরে দেয় তার সহপাঠীরা। ছাত্রছাত্রীদের বিক্ষোভকে সমর্থন করেন স্কুলের শিক্ষকরাও।