কিছু দিন যাবত একের পর এক জায়গায় পোস্টার দেখতে পাওয়া যাচ্ছে একাধিক নেতা মন্ত্রীদের। প্রথমে শুভেন্দু ও পরে একাধিক নেতা মন্ত্রীর পোস্টার দেখতে পাওয়া গিয়েছে। সেই সব পোস্টারেই উল্লেখ ছিল দাদার অনুগামীর। এবার তবে আর দাদার অনুগামী পোস্টার নয় এবার পোস্টারে লেখা 'স্যুটে বুটে পরিযায়ী আর নয় এবার ভূমিপুত্র চাই।' রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় -এর বিরুদ্ধে তার বিধানসভা কেন্দ্র ডোমজুড়ে পোস্টার পড়ল। শুধু তাই নয় পোস্টারে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। প্রসঙ্গত, রাজীব বন্দোপাধ্যায় বেশ কিছুদিন ধরে দলের বিরুদ্ধে ক্ষুব্ধ ছিলেন। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর দু'দফা কথাও হয়। এখন এই পোস্টার নিয়েই নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।