আনিস খানের মৃত্যু ঘিরে আরও জোরাল হচ্ছে রহস্য়। ইতিমধ্যেই টহলের দায়িত্বে থাকা ৩ পুলিশকে সাসপেন্ড করা হয়েছে। আনিস খান মৃত্যু রহস্য নিয়ে সরব দিলীপ ঘোষ। 'সমস্ত আই ওয়াশ করা হচ্ছে', বললেন দিলীপ ঘোষ। কারা আছে এর পিছনে তা সামনে আসা উচিত, বললেন দিলীপ। আনিস খান প্রসঙ্গ নিয়ে তৃণমূলকে বিঁধতে ছাড়লেন না তিনি।
আনিস কান্ডে এক আধিকারিক সহ তিন পুলিশকে শাস্তির ঘটনা আই ওয়াশ বলে দাবি করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। এদিন বাঁকুড়ার হিন্দু হাইস্কুল থেকে পাঁচবাগা পর্যন্ত নির্বাচনী প্রচার পদযাত্রায় অংশ নিয়ে একথা বললেন বিজেপির রাজ্য সহ সভাপতি দিলীপ ঘোষ। এই প্রসঙ্গে এদিন তিনি বলেন, পুলিশ তো আর নিজে থেকে খুন করতে যায়না। কে রয়েছে এর পিছনে তা খুঁজে বের করতে হবে। উত্তরপ্রদেশের আকলাখের প্রসঙ্গ টেনে দিলীপ ঘোষ বলেন, সে সময় দিদি রাস্তায় হেঁটেছিলেন। এখন দম থাকলে দিদি গরম রাস্তায় হাঁটুন। আনিস ইস্যুতে কলকাতায় কর্মসূচীর ডাক দিয়ে বিজেপির ইস্যু বদলে দাড়িভিট প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, আমরা এখন শুধুমাত্র নির্বাচন ইস্যুতে রাস্তায় নামছি। আমাদের দশ হাজার মানুষকে হত্যা করা হয়েছে। কোন ব্যাটা তখন রাস্তায় নেমেছিল। আজ একজন মুসলমান মারা গেছে বলে যারা লাফাচ্ছেন তাঁরা এতদিন কোথায় ছিলেন। মুসলিম ভোটকে নিয়ে ফুটবলের মতো খেলছে সবাই। বোলপুরে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বক্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, চন্দ্রনাথ সিনহা কোথায় বলেছে জানিনা। বিজেপিকে কাউকে দয়া করতে হবে না। তোমাদের বুকে পা দিয়ে বিজেপি রাজনীতি করছে। দুশো জন প্রাণ দিয়েছে, আরো দুশো জন প্রাণ দেবে। বাংলায় পরিবর্তন করে ছাড়বো। মায়ের দুধ খেয়ে থাকলে দিলীপ ঘোষের সামনে আয় কে কাকে মারে দেখব।