ইঞ্জিনের ত্রুটির কারণেই কি দুর্ঘটনা, কী জানালেন রেলমন্ত্রী, দেখে নিন

প্রাথমিকভাবে ট্রেনের ইঞ্জিনে কিছু ত্রুটিকে চিহ্নিত করা গিয়েছে বলেই ময়নাগুড়িতে গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস দুর্ঘটনায় জানালেন রেলমন্ত্রী। দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে হাসপাতালেও যান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করে কথা বলেন অশ্বিনী বৈষ্ণব।
 

ময়নাগুড়ির রেল দুর্ঘটনায় ইতিমধ্যেই শেষ হয়েছে উদ্ধারকার্য। বৃহস্পতিবার রাতভর চলে উদ্ধারকার্য। ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯। উদ্ধারকার্য শেষ হওয়ার পর শুরু হয় লাইন পরিষ্কারের কাজ। ক্রেনে করে শুরু হয় বগি সরানোর কাজও। শুক্রবার সকালে ঘটনাস্থলে পৌঁছন রেলমন্ত্রী। ঘটনার কারণ ক্ষতিয়ে দেখতেই ঘটনাস্থলে যান তিনি। ঘটনাস্থল ঘুরে দেখেন রেলমন্ত্রী। 'ট্রেনের ইঞ্জিনেই কিছু ত্রুটি রয়েছে বলে অনুমান করা হচ্ছে,কীভাবে এই ত্রুটি ইঞ্জিনে এল তা পরীক্ষা করে দেখা হবে', এমনটাই জানালেন রেলমন্ত্রী। এছাড়াও তিনি বলেন, 'ইঞ্জিনকে পুরো কেটে কারণ খতিয়ে দেখে হবে, এর বাইরে ট্রেন লাইনচ্যূত হওয়ার বাকি সম্ভাবনাগুলোও খতিয়ে দেখা হচ্ছে'। তবে, প্রাথমিকভাবে ট্রেনের ইঞ্জিনে কিছু ত্রুটিকে চিহ্নিত করা গিয়েছে বলেই ময়নাগুড়িতে গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস দুর্ঘটনায় জানালেন রেলমন্ত্রী। দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে হাসপাতালেও যান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করে কথা বলেন অশ্বিনী বৈষ্ণব।
 

05:50অডিও বার্তায় খুনের হুমকি তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে, আতঙ্কে ঘুম উড়েছে ওই পঞ্চায়েত প্রধানের02:09‘আমি মনে করি ফিরহাদ হাকিম একজন দেশদ্রোহী’ বিস্ফোরক মন্তব্য সত্যেন রায়ের02:52পুলিশের তৎপরতায় নাবালক উদ্ধার! হাঁফ ছেড়ে বাঁচলো পরিবার, চাঞ্চল্য কানিং-এ09:45'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে' মন্তব্য শুভেন্দু অধিকারীর04:33রোহিঙ্গাদের টাইট দিতে চরম দাওয়াই শুভেন্দুর, দেখুন ক্ষমতায় এলে কী করবেন তিনি?04:36'ক্ষমতায় এলেই জঙ্গি মুক্ত বাংলা গড়ব' হাওড়ার জনসভা থেকে হুঙ্কার শুভেন্দুর03:33ছিঃ বাঙালি হিসাবে লজ্জা ইউনুস! বাংলাদেশের প্রধানকে ধুয়ে যা বললেন অধীর রঞ্জন চৌধুরী04:31‘৫০% মুসলমান হলে পশ্চিমবঙ্গের অবস্থাও বাংলাদেশের মতো হবে’ বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর03:31অবশেষে নির্ধারিত হলো আরজি কর মামলার রায় ঘোষণার দিন! শেষ পরিণতি কী হবে, অপেক্ষায় পুরো রাজ্য03:02'মমতার সমর্থন নিয়েছ তো মরেছ' কেজরিওয়ালকে সাবধান অধীর রঞ্জন চৌধুরীর