'ঝাঁকুনি অনুভব করতেই ব্রেক দিয়েছিলাম', কী জানালেন দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের চালক, দেখে নিন

'হঠাৎ ঝাঁকুনি অনুভব করি', জানালেন দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের চালক। এমারজেন্সি ব্রেক দিয়েই তিনি ট্রেন থামান বলেও জানিয়েছেন। 'সম্পূর্ণ তদন্তের পরই তবে জানা যাবে দুর্ঘটনার সঠিক কারণ'। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন ট্রেনের চালক। 
 

'হঠাৎ ঝাঁকুনি অনুভব করি', জানালেন দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের চালক। এমারজেন্সি ব্রেক দিয়েই তিনি ট্রেন থামান বলেও জানিয়েছেন তিনি। 'সম্পূর্ণ তদন্তের পরই তবে জানা যাবে দুর্ঘটনার সঠিক কারণ', সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন ট্রেনের চালক। তিনি এও জানান, গ্রিন সিগনাল থাকার কারণে ট্রেন বেশ জোরেই চলছিল। প্রসঙ্গত, ময়নাগুড়ির ট্রেন দুর্ঘটনার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। শুক্রবার ঘটনাস্থল পরিদর্শনে যান রেলমন্ত্রীও। রেলের যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান। এদিন এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ট্রেনের চালক জানালেন, হঠাৎ ঝাঁকুনি অনুভব করেন তিনি। ঝাঁকুনি অনুভব করতেই ট্রেনে ব্রেক দেন তিনি। এখনও তবে দুর্ঘটনার কারণ পুরোপুরি স্পষ্ট নয়। ঘটনা সম্পূর্ণ ক্ষতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী। এছাড়াও ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সে দিকেও বিশেষ নজর দেওয়া হবে।

07:40‘মমতার সরকার আমাদের সবকিছু দখল করবে’ বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর, দেখুন03:25তৃণমূলের মাফিয়ার কাজ করে মাসে এক কোটি কামায় পুলিশের IC, বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর05:50অডিও বার্তায় খুনের হুমকি তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে, আতঙ্কে ঘুম উড়েছে ওই পঞ্চায়েত প্রধানের02:09‘আমি মনে করি ফিরহাদ হাকিম একজন দেশদ্রোহী’ বিস্ফোরক মন্তব্য সত্যেন রায়ের02:52পুলিশের তৎপরতায় নাবালক উদ্ধার! হাঁফ ছেড়ে বাঁচলো পরিবার, চাঞ্চল্য কানিং-এ09:45'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে' মন্তব্য শুভেন্দু অধিকারীর04:33রোহিঙ্গাদের টাইট দিতে চরম দাওয়াই শুভেন্দুর, দেখুন ক্ষমতায় এলে কী করবেন তিনি?04:36'ক্ষমতায় এলেই জঙ্গি মুক্ত বাংলা গড়ব' হাওড়ার জনসভা থেকে হুঙ্কার শুভেন্দুর03:33ছিঃ বাঙালি হিসাবে লজ্জা ইউনুস! বাংলাদেশের প্রধানকে ধুয়ে যা বললেন অধীর রঞ্জন চৌধুরী04:31‘৫০% মুসলমান হলে পশ্চিমবঙ্গের অবস্থাও বাংলাদেশের মতো হবে’ বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর