জঙ্গলে খাবারের অভাব। মাঠেও ফসল নেই। তাই খাবারের খোঁজে ফের লোকালয়ে হাজির বিশাল হাতির পাল৷ শনিবার সকালে মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া এলাকাতে এই হাতির পালকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। দলটিতে প্রায় সত্তরটি হাতি ছিল৷ পরে গ্রামবাসীদের তাড়া খেয়ে হাতিগুলি চাঁদড়ার জঙ্গল থেকে মেদিনীপুর ধেড়ুয়া রাজ্য সড়ক পার করে কংসাবতী নদীর দিকে চলে যায়৷ বন দফতর হাতিগুলিকে অন্য জঙ্গলে পাঠানোর চেষ্টা করছে ৷