বিধানসভা নির্বাচনের আগে উত্তপ্ত রাজনৈতিক মহল। সেই সঙ্গে শুরু হয়েছে গোষ্ঠী সংঘর্ষও। এবার তৃণমূল গোষ্ঠী সংঘর্ষে চলল গুলি। ভাঙচুর তৃণমূল পার্টি অফিস। ঘটনায় উত্তপ্ত গঙ্গারামপুর। ঘটনায় মৃত্যু হয়েছে ১ ব্যক্তির, আহত আরও এক। অন্যদিকে গোষ্ঠী সংঘর্ষ মানতে নারাজ তৃণমূল। জানিয়েছেন। অভিযোগ উঠছে অন্য রাজনৈতিক দলের দিকেই। এই ঘটনার পরেই সেখানে মোতায়েন হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় আতঙ্কে দিন কাটছে এলাকার মানুষের।