রোগীর সঙ্গেই হাসপাতালে জোড়া চন্দ্রবোড়া, আতঙ্ক বেলদায়, দেখুন ভিডিও

  • পশ্চিম মেদিনীপুরের বেলদার ঘটনা
  • সাপে কামড়ায় দুই মহিলাকে
  • দু'টি সাপকেই হাসপাতালে নিয়ে আসা হয়
  • শনাক্ত করে দ্রুত চিকিৎসার কথা ভেবেই এমন সিদ্ধান্ত রোগীর পরিবারের
     

কৌটোর মধ্যে নড়াচড়া করছে চন্দ্রবোড়া। একটি নয়, দু'টি কৌটোর মধ্যে দু'টি। আর তা দেখেই হাসপাতালের অন্যান্য রোগী এবং তাঁদের আত্মীয়দের মধ্যে হুলুস্থুল কাণ্ড। সাপে কাটা দুই মহিলাকে প্রাণে বাঁচাতে এভাবেই হাসপাতালে জ্ব্যান্ত সাপ নিয়ে হাজির হলেন তাঁদের প্রতিবেশী এবং আত্মীয়রা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা হাসপাতালে। 

জানা গিয়েছে, গরম পড়ার সঙ্গে সঙ্গেই সাপের উপদ্রব বাড়ছে গ্রাম্য এলাকাগুলিতে।  মঙ্গলবার সন্ধ্যায় বেলদা থানার অন্তর্গত নেকুড়সেনি এলাকার বাসিন্দা সুনিয়া মাহালি নামে এক বৃদ্ধা  নলকুপ থেকে জল আনতে গেলে এক মহিলাকে কামেড় দেয় চন্দ্রবোড়া সাপ। সাপের কামড়ে আতঙ্কিত ওই বৃদ্ধা চেঁচামেচি শুরু করলে প্রতিবেশীরা ছুটে হাজির আসেন৷ তাঁরা সাপটিকে ধরে একটি জারে ভরে বেলদা হাসপাতালে নিয়ে যান। অন্যদিকে বেলদার  রাজাজার এলাকায় আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে চন্দ্রবোড়া সাপ কামড়ে দেয় মণি নায়েক নামে এক মহিলাকে। সঙ্গীরা সাপটিকে ধরে একইভাবে একটি জারে ভরে মহিলার সঙ্গে করেই বেলদা হাসপাতালে নিয়ে আসেন। কোন সাপ কামড়েছে, তা দ্রুত শনাক্ত করে চিকিৎসকরা যাতে চিকিৎসা শুরু করতে পারেন, সেই কারণেই সাপ দু'টিকে ধরে হাসপাতালে নিয়ে আসা হয়। 

03:52Suvendu Adhikari : 'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর10:23'উল্টো ঝুলিয়ে সোজা করব' এগরার জনসভায় এসে কাকে বললেন শুভেন্দু অধিকারী?05:23Canning : ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি05:39‘বাংলাদেশকে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন দিলীপ10:37কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন শুভেন্দু, শুনলে চমকে উঠবেন03:53‘পশ্চিমবঙ্গে জঙ্গিদের সরকারের মুখোশ মমতা’ শুভেন্দুর ঝাঁঝালো তোপ মমতাকে04:33‘মমতা আজ তৃণমূলের মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক সুকান্ত03:35Hooghly News Today: অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ02:18নিউ আলিপুরের বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল02:41সম্পত্তির দ্বন্দ্বে ভয়ংকর পরিণতি! তীব্র উত্তেজনা পশ্চিম মেদিনীপুরে