জঙ্গলমহলের মানুষদের জন্য এক গুচ্ছ উপহার মুখ্যমন্ত্রীর, এক নজরে দেখে নিন কি কি প্রকল্প শুরু হল সেখানে

  • একগুচ্ছ নয়া প্রকল্পের উদ্বোধন জঙ্গলমহলে
  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই সূচনা হল এইসব প্রকল্পের
  • এদিন সভায় ২১ টি প্রলকল্পের সুচনা ও ২৫ টি প্রকল্পের উদ্বোধন হয়
  • এক নজরে দেখে নিন সেই ভিডিও

জঙ্গলমহলের মানুষদের জন্য এক গুচ্ছ নতুন প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার খড়্গপুর শিল্পতালুকে এক সভার আয়জন করা হয়েছিল। সেখানেই তিনি সব প্রকল্পের কথা ঘোষণা করেন। দীর্ঘ দিনের পুরনো বেশ কিছু সমস্যার সমাধান তিনি করলেন ওই দিন। ওই সভায় ২১ টি প্রলকল্পের সুচনা ও ২৫ টি প্রকল্পের উদ্বোধন হয়। বৈঠকে উপস্থিত ছিলেন নবান্নের বেশ কয়েকজন শীর্ষকর্তা৷ অন্যদিকে জেলা থেকে পুলিশ সুপার দীনেশ কুমার ছাড়াও জেলা শাসক ডা. রশ্মি কমল সহ বিভিন্ন বিভাগের আধিকারিকেরা। এছাড়াও ছিলেন জেলা পরিষদের সভাধিপতি ও সহ সভাধিপতি, সাংসদ, বিধায়করা৷ করোনা পরীক্ষার পরেই সকলে সভায় প্রবেশ করতে পেরেছিলেন। করোনা পরীক্ষার জন্য সভায় প্রবেশ দ্বারে এন্টিজেন পরীক্ষা কাউন্টার রাখা হয়েছিল। এই প্রকল্পের মধ্যে থাকছে- হাতির হামলাতে কেউ মারা গেলে তাঁর পরিবারকে আড়াই লক্ষ টাকা ও স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়া হবে। এছাড়াও মাওবাদী এলাকাতে এনভিএফে নিযুক্তরা প্রমোশন পাচ্ছেন কনস্টেবল হিসেবে৷ এই প্রকল্পের সূচনা করতে ওই দিন একজনের হাতে নিয়োগ পত্র তুলে দেন মুখ্যমন্ত্রী৷ সেই সঙ্গেই জঙ্গলমহলে মাওবাদী পর্বে নিখোঁজ হয়ে থাকা লোকজনের পরিবারকেও ৪ লক্ষ টাকা দেওয়া হবে। এছাড়াও করোনা যোদ্ধা হিসেবে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিত্সক এর করোনাতে মৃত্যু হওয়ায় তাঁর  স্ত্রীকে ১০ লক্ষ টাকা ক্ষতিপুরণ ও সরকারি চাকরীতে নিয়োগপত্র দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও আরও বেশ কিছু প্রকল্পের সূচনা হয় ওই দিন।
 

03:05মুর্শিদাবাদের বেলডাঙ্গার ভারত সেবাশ্রমে শুভেন্দু, খোঁজ নিলেন বাচ্চাদের কুশলতা ও পড়াশুনোর বিষয়ে10:48'পশ্চিমবঙ্গে রোহিঙ্গা ঢুকিয়ে ১ কোটি ভোট বাড়িয়েছে মমতা', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর07:17Rashifal Today: ২৬ জানুয়ারি ২০২৫ রবিবার সারাদিন কেমন যাবে? জানুন আজকের রাশিফলে02:35‘বাংলায় সবচেয়ে বড় দুর্নীতি হচ্ছে ভূমি এবং ভূমি রাজস্ব দফতরে’ বিস্ফোরক অধীর রঞ্জন চৌধুরী04:07মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সীতা রাম মন্দিরের উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী, দেখুন ভিডিও12:44'আপনি হিন্দুদের মুখ্যমন্ত্রী হতে পারেন নি', মুর্শিদাবাদের জনসভা থেকে মমতাকে আক্রমণ শুভেন্দুর03:57‘সনাতনীদের ঐক্যবদ্ধ থাকতেই হবে!’ মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে সীতা রাম মন্দির উদ্বোধনে বার্তা শুভেন্দুর07:35Suvendu Adhikari : 'শেখ হাসিনা বীরের বেশে প্রধানমন্ত্রী রুপে বাংলাদেশে ফিরবে' দাবি শুভেন্দু অধিকারীর02:58‘হিন্দুরা শান্ত তাই মমতা এই ভাষায় কথা বলতে পারছেন!’ মমতাকে রাষ্ট্রবিরোধী আখ্যা শুভেন্দুর!03:06‘যারা দেশকে রক্ষা করছে তাঁদেরকেই মমতা আক্রমণ করছেন!’ বিস্ফোরক অগ্নিমিত্রা পাল