৭ মে, ১৮৬১ বাংলায় ২৫ শে বৈশাখ জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্ম হয় বিশ্বকবি তথা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ছিলেন পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদাসুন্দরী দেবীর চতুর্দশ সন্তান। বাল্যকালে মাত্র চোদ্দ বছর বয়সে মাতৃ বিয়োগ ঘটে রবীন্দ্রনাথের। ভৃত্যদের অনুশাসনেই বড় হয়ে ওঠে রবি। জীবনস্মৃতিতে রবীন্দ্রনাথ বলে গিয়েছেন, 'ছেলে বেলায় ভোগ বিলাসের অবকাশ ছিল না বললেই চলে।' তিনি আরও বলে গিয়েছেন, 'আমরা ছিলাম চাকরদেরই শাসনের অধীনে'। এই ভাবেই ছেলেবেলা কাটে রবির। ছেলেবেলায় স্কুলে ভর্তি হলেও স্কুলের পড়াশোনা তাঁর মোটে পছন্দ ছিল না। পরবর্তী কালে তাই বাড়িতেই গৃহশিক্ষকের তত্ত্বাবধানে তাঁর পড়াশোনা চলতে থাকে তাঁর। প্রাকৃতিক পরিবেশের মধ্যে ঘুরে বেড়াতেই স্বচ্ছন্দ বোধ করতেন রবি, তাই বড় হয়ে শান্তিনিকেতনে প্রতিষ্ঠা করেছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। প্রকৃতির প্রতি এতই আকর্ষণ ছিল ছোট্ট রবির যে বাল্যকালেই তিনি লিখেছিলেন- 'নিশিদিশি দাঁড়িয়ে আছ মাথায় লয়ে জট, ছোটো ছেলেটি মনে কি পড়ে, ওগো প্রাচীন বট।' শতাধিক কবিতা, গান, গল্প, কাব্যগ্রন্থ উপাহার দিয়ে গিয়েছেন আমাদের পরম প্রিয় রবিঠাকুর। জন্মদিবসে কবি গুরুকে শ্রদ্ধাঞ্জলি।