School students: ভিন রাজ্যে পাড়ি দেওয়া স্কুল ছুটদের স্কুলমুখী করতে বিশেষ উদ্যোগ

করোনা আবহ কিছুটা কাটিয়ে খুলছে স্কুল কলেজ। স্কুল খুললেও অনেক পড়ুয়াই স্কুলের ব্যাগ ছেড়ে পাড়ি দিয়েছে  ভিনরাজ্যের শ্রমিকের কাজ নিয়ে । লকডাউন পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকায় সংসারের হাল ফেরাতে স্কুল পড়ুয়ারা বেছে নিয়েছে ভিনরাজ্যের শ্রমিকের কাজ। 
 

করোনা আবহ কিছুটা কাটিয়ে খুলছে স্কুল এবং কলেজ। ২০ মাস পরে খুলেছে স্কুলে এবং কলেজ। স্কুল খুললেও অনেক পড়ুয়াই স্কুলের ব্যাগ ছেড়ে পাড়ি দিয়েছে ভিনরাজ্যের শ্রমিকের কাজ নিয়ে। লকডাউন পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকায় সংসারের হাল ফেরাতে স্কুল পড়ুয়ারা বেছে নিয়েছে ভিনরাজ্যের শ্রমিকের কাজ। স্কুল খুললেও দেখা নেই ওদের। লকডাউনে যারা অর্থকষ্টের মধ্যে দিন কাটাচ্ছিলেন তারাই এই পথ বেছে নিতে বাধ্য হন বলে জানান পড়ুয়াদের পরিবারের সদস্যরাই। কেউ পারি দিয়েছে দিল্লিতে, কেউবা হরিয়ানা কেউবা গিয়েছে চেন্নাই ব্যাঙ্গালোরে। রায়গঞ্জ ব্লকের গৌরি গ্রামপঞ্চায়েতের একাধিক গ্রামের নবম এবং দশম শ্রেণীর প্রায় কয়েকশো পড়ুয়া এখন ভিনরাজ্যে শ্রমিকের কাজ করছে। সেই সব পড়ুয়াদেরই স্কুলমুখী করতে ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ গ্রহনের জন্য সংশ্লিষ্ট স্কুলের।শুধু ড্রপাউটের সংখ্যাই নয়, এই পরিস্থিতিতে বাড়ছে অনিয়ন্ত্রিতভাবে পরিযায়ী শ্রমিকের সংখ্যাও।

05:50অডিও বার্তায় খুনের হুমকি তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে, আতঙ্কে ঘুম উড়েছে ওই পঞ্চায়েত প্রধানের02:09‘আমি মনে করি ফিরহাদ হাকিম একজন দেশদ্রোহী’ বিস্ফোরক মন্তব্য সত্যেন রায়ের02:52পুলিশের তৎপরতায় নাবালক উদ্ধার! হাঁফ ছেড়ে বাঁচলো পরিবার, চাঞ্চল্য কানিং-এ09:45'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে' মন্তব্য শুভেন্দু অধিকারীর04:33রোহিঙ্গাদের টাইট দিতে চরম দাওয়াই শুভেন্দুর, দেখুন ক্ষমতায় এলে কী করবেন তিনি?04:36'ক্ষমতায় এলেই জঙ্গি মুক্ত বাংলা গড়ব' হাওড়ার জনসভা থেকে হুঙ্কার শুভেন্দুর03:33ছিঃ বাঙালি হিসাবে লজ্জা ইউনুস! বাংলাদেশের প্রধানকে ধুয়ে যা বললেন অধীর রঞ্জন চৌধুরী04:31‘৫০% মুসলমান হলে পশ্চিমবঙ্গের অবস্থাও বাংলাদেশের মতো হবে’ বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর03:31অবশেষে নির্ধারিত হলো আরজি কর মামলার রায় ঘোষণার দিন! শেষ পরিণতি কী হবে, অপেক্ষায় পুরো রাজ্য03:02'মমতার সমর্থন নিয়েছ তো মরেছ' কেজরিওয়ালকে সাবধান অধীর রঞ্জন চৌধুরীর