বছর আসে, বছর যায়। দেখেতে দেখতে প্রায় তিন বছর হয়ে এল উরি হামলার। কিন্তু, ছেলের কথা ভাবলেই এখনও শিখা দলুই-এর চোখে জল ভীড় করে আসে। অনেক কষ্ঠে নিজের দুঃখ-কে চেপে রাখেন। বিশেষ করে যখন ভাবেন আরও অনেকের ছেলেও তো সীমান্তে রয়েছে জওয়ান হিসাবে, তখন কিছুটা হলেও নিজেকে সামলে নেন তিনি। হাওড়ার যমুনা বালিয়ার বাসিন্দা গঙ্গাধর দলুই ২০ পার হতে না হতেই ভর্তি হয়ে গিয়েছিল সেনাবাহিনী-তে। উরি হামলার দিন কয়েক আগে তাঁর পোস্টিং হয় কাশ্মীরে। তাই ছেলের শহিদ হওয়ার সরকারি বার্তা-কে বিশ্বাস করতে পারেননি গঙ্গাধরের বাবা ওঙ্কার দলুই।