ভোটের আগে শুরু হয়েগিয়েছে রাজনৈতিক তরজা। এবার আরও একবার তৃণমূলকে নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে শোনা গেল বিজেপি নেতা শমীক ভট্টাচার্যকে। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেবেন কিনা সে সম্পর্কেও মুখ খুললেন। তিনি বলেন, "জগন্নাথের রথ চলবে, ভাগ্যবানেরা হাত ছুঁইয়ে নেবেন।" এছাড়া তৃণমূল ও শুভেন্দুকে নিয়ে শমীক বলেন, "ওটা ওদের পারিবারিক বিবাদ। ওটা নিয়ে কিছু বলবো না।" বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার হরহরিতলায় বিজেপির 'আর নয় অন্যায়' নামক পথসভা অনুষ্ঠিত হয়। সেখানেই তিনি একাধিক মন্তব্য করেন।