বুধবার নন্দীগ্রামে আহত হন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ওপর হামলা চলে বলেই অভিযোগ। নন্দীগ্রাম ছেড়ে কলকাতায় ফিরে আসেন তিনি। এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন এখন মুখ্যমন্ত্রী। এবার তাই নিয়েই মমতাকে কটাক্ষ দিলীপ ঘোষের। বললেন, ড্রামা করছেন মমতা। যদি সত্যি এমনটা হয়ে থাকে তার তদন্ত হওয়া উচিত। এমন কথাও বলতে শোনা গেল তাঁকে। এত নিরাপত্তার পরেও দেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে এমনটা কি করে হতে পারে, এই নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।