ফের অরাজনৈতিক কর্মসুচীতে ঘাটালে দেখা গেল শুভেন্দু অধিকারীকে। অনুগামীদের উদ্দেশে তিনি বললেন- "শুভেন্দু অধিকারী ছিল আছে থাকবে, অন্যরা দেখবে আর কাঁদবে"। বৃহস্পতিবার হুগলির পাণ্ডুয়া যাওয়ার পথে ঘাটালের বিদ্যাসাগর উচ্চবিদ্যালয়ের মাঠে দুর্গাপুর ইউনাইটেড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ডাকে বিজয়া সম্মিলনীতে যোগ দেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানকার বিজয়া সম্মিলনীতে যোগ দিয়ে একাধিক মন্তব্য করেন তিনি। সেখানে তাঁর কথায় উঠে আসে নানান রকম রাজনৈতিক ইঙ্গিতও। সেই সঙ্গেই নন্দীগ্রামের কথাও তুলে ধরেন তিনি।