আগামী ২৫ নভেম্বর রাজ্যে তিনটি বিধানসভাকেন্দ্রে উপনির্বাচনে। জোরকদমে প্রচারে নেমেছে পড়েছেন শাসক ও বিরোধী দলের প্রার্থীরাই। মঙ্গলবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে ভোটের প্রচার করতে গিয়ে তৃণমূল কংগ্রেসকে হুমকি দিলেন খোদ বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর সাফ কথা, 'ভোটের দিনে যদি শাসকদল পুলিশের সাহায্য়ে এলাকায় বহিরাগত দুষ্কৃতী ঢোকায়, তাহলে আটকানো যাবে না। তবে তাদের খাটিয়া চেপে এলাকা থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করে দেবেন বিজেপি কর্মীরা।' উল্লেখ্য গত বিধানসভা ভোটে কালিয়াগঞ্জ থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তৃণমূল প্রার্থী প্রমথনাথ রায়। তাঁর মৃত্যুর পর ফের নির্বাচন হচ্ছে উত্তর দিনাজপুরের এই বিধানসভা কেন্দ্রে।