'বাঙালি নয়, শ্রমিক। বাইরে মারা গেলেই বাঙালি, আর এখানে যে হাজার মানুষ মারা যাচ্ছে, তাঁরা কী বাঙালি নন।' কাশ্মীরের কুলগামে জঙ্গিদের হত্যালীলা নিয়ে ফের বেফাঁস মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি, '৩৭০ ধারা অবলুপ্তির পর কাশ্মীরে শান্তি নষ্ট করার জন্য পাকিস্তানের দিক থেকে লাগাতার গুলিবর্ষণ হচ্ছে। তাতে প্রাণহানির ঘটনাও ঘটছে। কুলগামের ঘটনাকে ভুলভাবে ব্যাখ্যা করছে বিরোধীরা।' সোমবার কাশ্মীরে পাঁচজন বাঙালি শ্রমিককে জঙ্গলে নিয়ে গিয়ে গুলি করে নৃশংসভাবে খুন করেছে জঙ্গিরা। বরাতজোরে রক্ষা পেয়েছেন একজন। ঘটনার শোরগোল পড়েছে রাজ্যে। ৩৭০ ধারা অবলুপ্তির পর কাশ্মীরে কি সত্যিই শান্তি ফিরেছে? তা নিয়েও প্রশ্ন উঠেছে।