পূর্বস্থলী চুপির চরে পাখিরালয়ে পাখি দেখতে এসে নিখোঁজ এখনো এক পর্যটক সৈকত চট্টোপাধ্যায়, ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা এখনও খোঁজ চালাচ্ছে
চার বন্ধু মিলে ছাড়ি গঙ্গাতে পাখি দেখার জন্য নৌকা ভ্রমণে বের হয় | নৌকাডুবিতে চার জন পর্যটকসহ একজন নৌকার মাঝি ডুবে যায় | স্থানীয়দের তৎপরতায় দুজন পর্যটক এবং নৌকার মাঝিকে সাথে সাথে উদ্ধার করা হয় | রাতের দিকে নিখোঁজ পর্যটক সৌরভ ভট্টাচার্যকে উদ্ধার করা হলেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন | অপর পর্যটক সৈকত চট্টোপাধ্যায় এখনো নিখোঁজ