কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের আকস্মিক মৃত্যু। মৃত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের নাম আদিত্য বর্মা। রায়গঞ্জে নিরাপত্তার কাজে গিয়েছিলেন তিনি। ভোটের আগের দিনই অসুস্থ বোধ করেন তিনি। রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। সেখানে জন্ডিস ধরা পড়ে তাঁর। বৃহস্পতিবার রাতেই অবস্থার অবনতি হয়। শুক্রবার সকাল ৭ টা নাগাদ হাসপাতালেই মৃত্যু হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আদিত্য বর্মার।