মিস নয়, মিসেস ইউনিভার্স। বিবাহিত মহিলাদের বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় এবার ভারতবর্ষের প্রতিনিধিত্ব করতে চলেছেন একজন বাঙালি বধূ। চুয়াল্লিশ বছরের সুপর্ণা মুখোপাধ্যায় কলকাতার ঢাকুরিয়ার বাসিন্দা। আগামী ২২ ডিসেম্বর থেকে চিনের গুয়াংঝাউ-তে অনুষ্ঠিত হতে চলা মিসেস ইউনিভার্স প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেবেন তিনি। মোট ৮৮টি দেশের থেকে প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন। বাংলা থেকে সম্ভবত প্রথম প্রতিযোগী হিসেবে মিসেস ইউনিভার্স প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে জায়গা পেয়েছেন তিনি।
দীর্ঘদিন ধরেই শিক্ষা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন সুপর্ণা। ফিউচার ফাউন্ডেশন স্কুল থেকে পড়াশোনার পর মুরলিধর গার্লস কলেজ থেকে ইংরেজিতে অনার্স করেন তিনি। এর পরে ভারতীয় বিদ্যা ভবন থেকে জনসংযোগ নিয়ে পড়াশোনা করেছেন সুপর্ণা। চিনের লড়াইতে হিংসা দমন প্রকল্প নিয়ে নিজের মতামত পেশ করার পাশাপাশি আরও বেশ কিছু মানদণ্ডে অন্যান্য় প্রতিযোগীদের সঙ্গে লড়তে হবে সুপর্ণাকে। ২০১৭ সালে মিসেস ইন্ডিয়া প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান দখল করেন তিনি। ২০১৮ সালে সিঙ্গাপুরে মিসেস এশিয়া প্যাসিফিক খেতাবও জেতেন তিনি। বর্তমানে একজন গ্রুমিং কোচ হিসেবে কাজ করছেন সুপর্ণা।