বাংলায় দুই কেন্দ্রে উপনির্বাচনের মুখে ফের ইডি-সিবিআই তরজা। বুধবার নন্দীগ্রামে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী। গোটা বাংলাটাকেই বাংলাদেশ বানানো হচ্ছে, দাবি শুভেন্দুর।
বাংলায় দুই কেন্দ্রে উপনির্বাচনের মুখে ফের ইডি-সিবিআই তরজা। আর এই নিয়ে এবার সম্মুখ সমরে নেমেছেন খোদ বাবুল সুপ্রিয় এবং শুভেন্দু অধিকারী। বুধবার নন্দীগ্রামে শুভেন্দু-কে সরাসরি সাংবাদিকরা প্রশ্ন করেন যে অভিযোগ উঠেছে শুভেন্দু অধিকারী ইডি-সিবিআই-এর ভয় দেখাচ্ছে তৃণমূলকে। এমনকী নিয়ে দিল্লিতে নাকি ইডি-সিবিআই-এর সঙ্গে দরবারও করছেন নন্দীগ্রামের বিধায়ক। উত্তর দিতে গিয়ে শুভেন্দু বলেন, লালার খাতায় কেন নাম ধর্মেন্দ্র-র। এই ধর্মেন্দ্র কে, প্রশ্ন করুন তাঁকে। ১২ এপ্রিল আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভায় উপনির্বাচন। আসানসোলের আগের সাংসদ ছিলেন বাবুল সুপ্রিয়। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার আগে তিনি সাংসদ পদ থেকেও পদত্যাগ করেন। বাবুল ৫ এপ্রিল একটি সাংবাদিক সম্মেলন করেন সেখানে তিনি সাফ বলেন, ইডি-সিবিআই-এর ভয় দেখিয়ে লাভ নেই। বুধবার নন্দীগ্রামে বাবুল সুপ্রিয় এবং মমতা বন্দ্য়োপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা অভিযোগের বিরুদ্ধে কথা বলতে গিয়ে শুভেন্দু বলেন, গোটা বাংলাটাকেই বাংলাদেশ বানানো হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের খুনে অভিযুক্ত কীভাবে দশকের পর দশক পার্ক সার্কাস এলাকায় আত্মগোপন করে থাকতে পারে? এই নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু। সেই সঙ্গে তিনি বাংলায় জামাত জঙ্গি এবং স্লিপার সেলের আত্মগোপন করে থাকার বিষয়েও রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১-এর পর থেকে বাংলা জুড়ে রাজনৈতিক সন্ত্রাস চরম আকার নিয়েছে। এই নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কিন্তু, এতঃপরেও বিজেপি তাদের অবস্থান থেকে সরতে নারাজ। বাংলার বুকে দুর্নীতি এবং সন্ত্রাস আজ প্রধান হয়ে উঠেছে বলেই তারা অভিযোগ করছে।