কেকে-র অনুষ্ঠানে নজরুল মঞ্চে চরম বিশৃঙ্খলা- শুভেন্দু। ক্ষমতার বাইরে দর্শক ঢোকার অনুমতি দিল কে, প্রশ্ন শুভেন্দুর। আদৌ কি নেওয়া হয়েছিল পুলিশি অনুমতি, এমন প্রশ্ন তুলেছেন শুভেন্দু। পারফরম্যান্স চলাকালীন কেকে অসুস্থতার কথা বুঝিয়েছেন-শুভেন্দু। এরপরও কেকে-কে চাপ দেওয়া হয়েছে অনুষ্ঠানের জন্য-শুভেন্দু। তৃণমূল কংগ্রেসের ছাত্র গোষ্ঠীর চাপ ছিল কেকে-র উপরে-শুভেন্দু। যার জেরে কেকে-র মতো প্রতিভার অকাল মৃত্যু-শুভেন্দু। এই ঘটনার যথাযথ তদন্তের দাবিও তুলেছেন বিরোধী দলনেতা।
কেকে-র অনুষ্ঠানে নজরুল মঞ্চে চরম বিশৃঙ্খলা- শুভেন্দু। ক্ষমতার বাইরে দর্শক ঢোকার অনুমতি দিল কে, প্রশ্ন শুভেন্দুর। আদৌ কি নেওয়া হয়েছিল পুলিশি অনুমতি, এমন প্রশ্ন তুলেছেন শুভেন্দু। পারফরম্যান্স চলাকালীন কেকে অসুস্থতার কথা বুঝিয়েছেন-শুভেন্দু। এরপরও কেকে-কে চাপ দেওয়া হয়েছে অনুষ্ঠানের জন্য-শুভেন্দু। তৃণমূল কংগ্রেসের ছাত্র গোষ্ঠীর চাপ ছিল কেকে-র উপরে-শুভেন্দু। যার জেরে কেকে-র মতো প্রতিভার অকাল মৃত্যু-শুভেন্দু। এই ঘটনার যথাযথ তদন্তের দাবিও তুলেছেন বিরোধী দলনেতা। গান করতে করতেই অসুস্থ বোধ করছিলেন কেকে, বারবার ঘাম মুচ্ছিলেন ও জল খাচ্ছিলেন, উদ্যোক্তাদের বলছিলেন কয়েক টি স্পট লাইট নিভিয়ে দেয়ার জন্য, হাত দিয়ে দেখাচ্ছিলেন এসির হাওয়া গায়ে লাগছে না। কিন্তু তাতেও ভ্রূক্ষেপ ছিলেন না অনুষ্ঠান উদ্যোক্তা দের। ওই গরম ও অস্বস্তির মধ্যেও তিনি কিন্তু গান থামিয়ে দেননি, বরং দর্শক দের উৎসাহ দিয়েছেন, গানের সাথে তাল মিলিয়ে নাচ করেছেন, দর্শক দের কেও তাঁর সাথে গাইতে অনুরোধ করেছেন, হাসিয়েছেন, গোটা মঞ্চের এদিক থেকে ওদিক দাপিয়ে বেড়িয়েছেন, উচ্ছসিত দর্শক রাও তাঁদের প্রিয় গায়কের গানের সাথে তাল তাল মিলিয়ে কোমর দুলিয়েছেন, গলা মিলিয়েছেন গানে।