একের পর এক ঘটনায় নাম জড়াচ্ছে শুভেন্দু অধিকারীর। সম্প্রতি পদত্যাগও করেছেন তিনি। এবার সেই শুভেন্দু অধিকারীকেই খোল-করতাল বাজাতে দেখা গেল। মন্ত্রীত্ব ছাড়াও পর এবার তাঁকে নন্দীগ্রামে দেখা গেল রাস উৎসবের উদ্বোধন করতে। সোমবার নিজে খোল-করতাল বাজিয়ে তিনি রাস উৎসবের উদ্বোধন করেন। পাশাপাশি সেখানে গিয়ে তিনি বলেছেন, নন্দীগ্রামের তিনি।তাই সেখানকার মানুষদের পাশে আছেন তিনি।