'পুলিশও আর তৃণমূলকে বাঁচাতে পারবে না' তৃনমূলকে চরম হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। শুভেন্দু আরও বলেন, 'আমরা কার্যত গুছিয়ে নিয়ে এসেছি। কিছুদিনের মধ্যেই বুঝতে পারবেন এদের অবস্থা কী হয়।' কাঁথির বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। শুভেন্দু বলেন, 'পুলিশ, মমতা পুলিশ। চটি চাটা পুলিশ। দলদাসে পরিণত হওয়া পুলিশ। তারা যেভাবে ঠিকা নিয়েছে, দায়িত্ব নিয়েছে, এই তোলামূল নামক পার্টিটাকে টিকিয়ে রাখার বা বাঁচিয়ে রাখার।' এদিন শুভেন্দু অধিকারী সিপিএম, কংগ্রেস ও তৃনমূলকে একহাত নেন।
'পুলিশও আর তৃণমূলকে বাঁচাতে পারবে না' তৃনমূলকে চরম হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। শুভেন্দু আরও বলেন, 'আমরা কার্যত গুছিয়ে নিয়ে এসেছি। কিছুদিনের মধ্যেই বুঝতে পারবেন এদের অবস্থা কী হয়।' কাঁথির বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। শুভেন্দু বলেন, 'পুলিশ, মমতা পুলিশ। চটি চাটা পুলিশ। দলদাসে পরিণত হওয়া পুলিশ। তারা যেভাবে ঠিকা নিয়েছে, দায়িত্ব নিয়েছে, এই তোলামূল নামক পার্টিটাকে টিকিয়ে রাখার বা বাঁচিয়ে রাখার।' এদিন শুভেন্দু অধিকারী সিপিএম, কংগ্রেস ও তৃনমূলকে একহাত নেন।