প্রায় ৯.১৫ মিনিট থেকে শুরু হয় যশের ( Yaas) ল্যান্ডফল। ৩ ঘন্টা ধরে ল্যান্ডফল চলবে বলে জানায় আবহাওয়া দফতর। ল্যান্ডফলের সঙ্গে সঙ্গে ভয়াবহ চেহারা নেয় দিঘার সমুদ্র। যশ নিয়ে একাধিক তথ্য দিল আলিপুর আবহাওয়া দফতর। যশের তান্ডবে জলমগ্ন হয়ে পড়ে উপকূলবর্তী একাধিক জায়গা। যশের পাশাপাশি পূর্ণিমার ভরা কটালের জেরে সমুদ্রে জলোচ্ছ্বাস দেখা গিয়েছিল সকাল থেকেই। প্রায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় বহু জায়গায়।