ট্যারেন্টুলা আতঙ্ক এবার হুগলির আরামবাগে। অল্পের জন্য বিষাক্ত মাকড়সার কামড় থেকে বাঁচলেন আরামবাগের নপাড়ার বাসিন্দা শেখ মুকুল। সোমবার রাতে বাড়ি থেকে বাইক বের করতে গিয়ে উঠোনে বড়সড় কালো রংয়ের মাকড়সাটিকে ঘুরতে দেখেন ওই যুবক। প্রথমে মাকড়সা দেখে ভয় পেয়ে গেলেও পরে সেটিকে একটি কৌটোয় বন্দি করে ফেলেন তিনি। ওই যুবকের ধারণা, এটি ট্যারেন্টুলা বা ওই ধরনেরই কোনও বিষাক্ত প্রজাতির মাকড়সা।
ট্যারেন্টুলা আতঙ্ক এ রাজ্যে নতুন কিছু নয়। এর আগেও পশ্চিম মেদিনীপুরে ট্যারেন্টুলার কামড়ে মৃত্যুর ঘটনা সামনে এসেছে। কিন্তু আরামবাগে এই মাকড়সা কীভাবে এল, তা বুঝতে পারছেন না এলাকার বাসিন্দারা। বন্দি মাকড়সাটিকে বন দফতরের হাতে তুলে দেওয়ার কথা ভেবেছেন ওই যুবক।