Mamata Banerjee : 'জলপাইগুড়ি, রানীনগরে টাটারা বিনিয়োগ করছে ৬০০ কোটি টাকা, জানালেন মুখ্যমন্ত্রী মমতা

জলপাইগুড়ি, রানীনগরে ইউনিট করছে টাটারা, বিনিয়োগ ৬০০ কোটি টাকা, জানালেন মুখ্যমন্ত্রী মমতা। শিল্পই এখন ‘নেক্সট টার্গেট’ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 'শিল্পটাকে ৩৪ বছর ধরে তছনছ করে দেওয়া হয়েছিল' বললেন মমতা। মুখ্যমন্ত্রী এদিন বলেন, ৫৪০ টি ক্লাস্টার তৈরি হয়েছে। MSMI সেক্টরে ১ কোটি ৩৬ লক্ষ লোক কাজ করে। 

২০০টারও বেশি  ইন্ডাস্ট্রিয়াল পার্ক  তৈরি হচ্ছে। সেখানেও কর্ম সংস্থান হবে। আইটি সেক্টরেও ২৫০০ টি কোম্পানি কাজ করছে। ২ লক্ষেরও বেশি প্রফেশন্যালরা কাজ করছেন। বড় ইন্ডাস্ট্রি হচ্ছে। দেউচা পাঁচামি হচ্ছে। আমরা চাকরি দিচ্ছি, ঘরবাড়ি করে দিচ্ছি, জায়গা দিচ্ছি। ওটা হলে ১ লক্ষ ছেলেমেয়ের কর্মসংস্থান হবে। পুরুলিয়া রঘুনাথপুরের ৭২ হাজার কোটি টাকার প্রজেক্ট হচ্ছে। ২৫০০ একর জমি দেওয়া হয়েছে। সেখানেও লক্ষ লক্ষ ছেলেমেয়ের কর্মসংস্থান হবে।

05:08তৃণমূল কাউন্সিলার খুনের ঘটনায় BSF-কে দায়ী মমতার, পাল্টা মমতাকে ধুয়ে যা বললেন দিলীপ02:12‘মমতা মুসলমানদের ওবিসি দিতে না পারায় পশ্চিমবঙ্গে নিয়োগ বন্ধ করেছেন’ শুভেন্দুর কড়া তোপ05:52‘কোথায় আছিস পাকিস্তানের বাচ্চা সাহস থাকলে সামনে আয়!’ গর্জে উঠলেন শুভেন্দু08:11Rachna Banerjee : মিড ডে মিল-এর গরম গরম ফুলকপির ঝোল আর ভাত খেয়ে কি বললেন রচনা! দেখুন ভিডিও03:38'মমতা কোনদিনও মেয়েদের সুরক্ষার কথা ভাবেনি' বিস্ফোরক মন্তব্য অধীর রঞ্জন চৌধুরীর03:58'ওই দুটো মশা আর মাছি! রাজীব কুমারকে ঘোল খাইয়ে ওর মা মমতাকে হারিয়েছি' বিস্ফোরক শুভেন্দু04:33হল না জামিন! 'চিন্ময় প্রভুকে ওরা স্লো পয়জন করার চেষ্টা করবে' বিস্ফোরক শুভেন্দু অধিকারী04:18Siliguri News Today: ভাড়াটিয়ার দাপটে জমি দখল! পথে বসেই অসহায় মা ছেলের প্রতিবাদ06:56তৃণমূলের এ কী নামকরণ করলেন শুভেন্দু! নন্দীগ্রামে মমতাকে শুভেন্দুর তীব্র খোঁচা02:57‘শ্যামাপ্রসাদ মুখার্জির মতো চিন্ময় কৃষ্ণকেও হত্যার ষড়যন্ত্র করছে ইউনূস’ বিস্ফোরক শুভেন্দু