জলপাইগুড়ি, রানীনগরে ইউনিট করছে টাটারা, বিনিয়োগ ৬০০ কোটি টাকা, জানালেন মুখ্যমন্ত্রী মমতা। শিল্পই এখন ‘নেক্সট টার্গেট’ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 'শিল্পটাকে ৩৪ বছর ধরে তছনছ করে দেওয়া হয়েছিল' বললেন মমতা। মুখ্যমন্ত্রী এদিন বলেন, ৫৪০ টি ক্লাস্টার তৈরি হয়েছে। MSMI সেক্টরে ১ কোটি ৩৬ লক্ষ লোক কাজ করে।
২০০টারও বেশি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হচ্ছে। সেখানেও কর্ম সংস্থান হবে। আইটি সেক্টরেও ২৫০০ টি কোম্পানি কাজ করছে। ২ লক্ষেরও বেশি প্রফেশন্যালরা কাজ করছেন। বড় ইন্ডাস্ট্রি হচ্ছে। দেউচা পাঁচামি হচ্ছে। আমরা চাকরি দিচ্ছি, ঘরবাড়ি করে দিচ্ছি, জায়গা দিচ্ছি। ওটা হলে ১ লক্ষ ছেলেমেয়ের কর্মসংস্থান হবে। পুরুলিয়া রঘুনাথপুরের ৭২ হাজার কোটি টাকার প্রজেক্ট হচ্ছে। ২৫০০ একর জমি দেওয়া হয়েছে। সেখানেও লক্ষ লক্ষ ছেলেমেয়ের কর্মসংস্থান হবে।