আবারও ধর্ষণের ঘটনা। এবার ঘটনাটি ঘটেছে বারাসাত 33 নম্বর ওয়ার্ডের সুভাষ পল্লী এলাকায়। সেখানে অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরেই নাবালিকাকে ধর্ষণ করে আসছিল ওই শিক্ষক। তবে ভয়ে সে বাড়ির কাউকে জানাতে পারেনি সেই কথা। পরে ঘটনা জানাজানি হয়ে গেলে স্থানীয়রাই বারাসাত থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বারাসাত থানার পুলিশ আটক করেছে বিপুল চন্দ্র বিশ্বাস নামে ওই শিক্ষককে। অভিযুক্তর স্ত্রী অবশ্য এই কথা মানতে নারাজ। তাঁর কথায় তাঁর স্বামী নির্দোষ।