প্রাথমিক স্কুলের ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ। শিক্ষককে অর্ধনগ্ন করে বেধড়ক পিটিয়ে পুলিশের হাতে তুলে দিলেন অভিভাবকরা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দাস থানা এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে। অভিযোগ, দিনের পর দিন নাবালিকা ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করত শেখ ফিরোজ নামে অভিযুক্ত শিক্ষক। কয়েকমাস আগে তার বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি।
ফের ওই শিক্ষক তাদের সঙ্গে অশালীন আচরণ করছে বলে বাড়িতে অভিযোগ জানায় কয়েকজন ছাত্রী। এর পরেই ক্ষুব্ধ অভিভাবকরা এ দিন সকালে স্কুল ঘেরাও করে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থার দাবিও জানান তাঁরা। পরে অভিযুক্ত শিক্ষককে বিবস্ত্র করে মারতে মারতে রাস্তায় ঘুরিয়ে ইন্দাস থানায় নিয়ে আসা হয়। খবর পেয়ে রাস্তা থেকে ওই শিক্ষককে উদ্ধার করে তাকে আটক করে ইন্দাস থানার পুলিশ।