দিন দুপুরে আসানসোলের মুর্গাসলে চলল গুলি। গুলির আঘাতে আহত এক ব্যক্তি। তার পেটে গুলি লেগেছে বলে জানা। প্রথমে আসানসোল জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর দুর্গাপুরের এক বেসরকারি নার্সিং হোমে স্থানান্তরিত করা হয়।
দিন দুপুরে আসানসোলের মুর্গাসলে চলল গুলি। গুলির আঘাতে আহত এক ব্যক্তি। তার পেটে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। প্রথমে আসানসোল জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর দুর্গাপুরের এক বেসরকারি নার্সিং হোমে স্থানান্তরিত করা হয়। ঘটনার বিবরণে জানা যায় উক্ত এলাকার একটি ঘরে একজন শিক্ষিকা ও চার শিক্ষক ভাড়া থাকতেন। চলত অনলাইন ক্লাসের কোচিং সেন্টার। উক্ত কোচিং সেন্টার এর শিক্ষক সনি সিং মাত্র কয়েকদিন আগেই ঝাড়খণ্ডের দেওঘর থেকে এসেছিলেন। কিছুদিন আগে ওই এলাকায় স্থানীয় এক যুবক জিতু সাও এর সাথে কোচিং সেন্টার এর শিক্ষক দের সঙ্গে বচসা ও হয় বলে জানিয়েছেন আর এক শিক্ষক সংস্কার কুমার। আজ সকালে হটাৎ ই জিতু উক্ত শিক্ষক দের বাড়ির সামনে এসে ও সনি সিং নামক শিক্ষক কে গুলিবিদ্ধ করে। আসানসোল দক্ষিণ থানার পুলিশ জিতু কে আটক করেছে। তবে কি কারণে এমন ঘটনা ঘটল বা ঘটনার পিছনে রহস্য কি, তার তদন্তে নেমেছে পুলিশ।